সিরিয়ায় গাড়ি বোমা হামলা, নিহত অনেকে
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ার অন্তত একটি গাড়ি বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে হামলায় নিহদের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি তার। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কনোকো ও জাফরা বিদ্যুৎ কেন্দ্রর মাঝামাঝি একটি এলাকায় এই হামলা চালানো হয়। এলাকাটি যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিস ফোর্স নিয়ন্ত্রণ করে।
এর আগে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছিলো বৃহস্পতিবার জঙ্গিগোষ্ঠী আইএসের দখল থেকে সিরিয়ার দেইর আল জর প্রদেশ পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। ২০১৪ সাল থেকেই শহরটি দখল করে রেখেছিলো আইএস। প্রায় ৯৩ হাজার বেসামরিক নাগরিক সেখানে বন্দি ছিলো।
এখনও সিরিয়ার পশ্চিমাঞ্চলে হামা প্রদেশের কিছু অংশ আইএসের দখলে রয়েছে। দেইর আল জরের নিকটবর্তী শহর আলবু কামাল শহরেও অভিযান চালানো শুরু করেছে সিরীয় সেনাবাহিনী।