January 15, 2025, 7:40 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরগুনায় কলেজছাত্রী মালা হত্যা: খুনির স্বীকারোক্তির পর পুকুর থেকে চাপাতি ও ছেনা উদ্ধার

বরগুনায় কলেজছাত্রী মালা হত্যা: খুনির স্বীকারোক্তির পর পুকুর থেকে চাপাতি ছেনা উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

বরগুনায় আমতলীতে চাঞ্চল্যকর কলেজছাত্রী মালা আক্তারকে (১৭) হত্যার পর লাশ টুকরো করে ড্রামে লুকিয়ে রাখার ঘটনায় আসামি অ্যাড. মাঈনুল আহসান বিপ্লব তালুকদারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দিনের রিমান্ডে নেওয়ার পর চতুর্থ দিনে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসার পুকুর থেকে খুনের পর লাশ টুকরা করার কাজে ব্যবহৃত ১টি ধারালো চাপাতি ১টি ছেনা উদ্ধার এবং খুনের আগে মালাকে বহনকারী বিপ্লবের মটর সাইকেলটিও জব্দ করে আমতলী থানার পুলিশ কলেজছাত্রী মালা খুনের অন্যতম আসামি হাসপাতাল সড়কের বাসিন্দা এবং যে ঘরে মালা খুন হয়েছিল ওই ঘরের মালিক অ্যাড: মাঈনুল আহসান বিপ্লব তালুকদারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গত ৩১ অক্টোবর দিনের রিমান্ডে ন্যায় পুলিশ নভেম্বর থেকে দিনের রিমান্ডে থাকা বিপ্লব চতুর্থ দিন গতকাল শনিবার অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয় পুলিশকে পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার সকাল সোয়া ১২ টা দিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদুল্যা ওসি তদন্ত মো: নুরুল ইসলাম বাদলের নেতেৃত্বে একদল পুলিশ বিপ্লবের বাসার পশ্চিম পাশে অবস্থিত পুকুরে অভিযান চালায় এসয় ওই পুকর থেকে একটি ধারালো চাপাতি এবং একটি ধারালো ছেনা উদ্ধার করে

উদ্ধার কাজে সহায়তা করে বিপ্লবের বাসার ভাড়াটিয়া মো: শহিদুল ইসলাম খান আনোয়ার হোসেন মুছুল্লী নামে ুজন পরে খুনের আগে মালাকে বহনকারী বিপ্লবের মটর সাইকেলটি তার বাসার সামনের একটি গ্রেজ থেকে জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ বরগুনা সদর উপজেলার ঘুদিঘাটা গ্রামের আবদুল মন্নান হাওলাদারের মেয়ে এবং কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের একাশ শ্রেণির ছাত্রী মালা আকতারের সাথে পটুয়াখালী জেলার মির্জাঘঞ্জ উপজেলার মজিদ বাড়িয়া ইউনিয়নের বাসন্ডা গ্রামের মৃত্যু : লতিফ হাওলাদারের ছেলে বরগুনার ঘটবাড়িয়া আদর্শ কলেজের প্রভাষক আলমগীর হোসেন পলাশের সাথে বছর পূর্বে সপ্তম শ্রেণিতে পরার সময় থেকে মালার সাথে সম্পর্ক গড়ে ওঠে মালা পলাশের সম্পর্কে মামাত শ্যালিকা সম্পর্কের জের ধরে ২২ অক্টোবর পলাশ মালাকে নিয়ে তার ভাগ্নি জামাই আমতলীর হাসপাতাল সড়কের বাসিন্দা অ্যাডভোকেট মো: মাঈনুল আহসান বিপ্লব তালুকদারের বাসায় বেড়াতে নিয়ে আসেন ২৪ অক্টোবর সকার ৯টার দিকে মালা আকতার পলাশকে বিয়ের জন্য চাপ দেয় বিবাহিত পলাশ মালাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং নিয়ে দুজনের মধ্যে বাক বিতন্ডা হয় বাক বিতন্ডার একপর্যায়ে পলাশ মালাকে ধারালো বডি দিয়ে জবাই করে হত্যার পর লাশ টুকরা করে দুটি ড্রামে ভরে বিপ্লবের বাসার গোসল খানায় লুকিয়ে রাখে খবর পেয়ে পুলিশ বিপ্লবের বাসা থেকে ওই দিন বিকেল সাড়ে ৫টায় লাশ উদ্ধার করে এবং ঘাতক পলাশকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসার মালিক এবং পলাশের ভাগ্নি জামাই অ্যাড: মাঈনুল আহসান বিপ্লব তালুকদারকে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে সদর রোড থেকে আটক করে মালা খুনের ঘটনায় ২৪ অক্টোবর গভীর রাতে আমতলী থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মো: নুরুল ইসলাম বাদল বাদী হয়ে আলমগীর হোসেন পলাশ তার ভাগ্নি জামাই বাসার মালিক অ্যাড: মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে সহ আরো জনকে অঞ্জাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্ত কারী কর্মকর্তা নিযুক্ত হন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদুল্যা ঘটনায় প্রধান আসামি আলমগীর হোসেন পলঅশের স্বীকারোক্তি মূলক জবান বন্ধী দেওয়ায় পর অপর আসামি মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে ২৫ অক্টোবর আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে দিনের রিমান্ড প্রার্থনা করে মামলার তদন্তকারী কর্মকর্তা মো: সহিদুল্যা আদালত ৩১ মে শুনানির দিন ধার্য় করে ৩১ অক্টৈাবর দীর্ঘ শুনানী শেষে আদালতের বিঞ্জ বিচারক মো: হুমাযুন কবির নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন বিপ্লবের রিমান্ডে থাকা অবস্থায় চতুর্থ দিনে অ্যাড: মাঈনুল আহসান বিপ্লব তালুকদার অনেক গুরুত্ব পূর্ন তথ্য দেয় বলে পুলিশ জানায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার সময় তার বাসার পুকুরে অভিযান পরিচালনা করে ১টি চাপতি টি ছেনা উদ্ধার করা হয় এবং খুনের আগে মালাকে বহন কারী বিপ্লবের মটর সাইকেলটি তার বাসার সামেনের একটি গ্রেজ থেকে উদ্ধার করে পুলিশ আজ রোববার বিপ্লবের দিনের রিমান্ড শেষ হবে মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার ওসি মো: সহিদ উল্যাহ জানান, রিমান্ডে থাকা অবস্থায় অ্যাড: মাঈনুল আহসান বিপ্লব তালুকদার বিভিন্ন ভাবে খুনের সাথে জড়িত থাকার অনেক গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে তিনি আরো বলেন, মামলার স্বার্থে এগুলো এখন কিছুই বলা যাবে না

Share Button

     এ জাতীয় আরো খবর