January 17, 2025, 5:55 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

খালেদা জিয়া জেলে যাওয়ার জন্য সরকার দায়ী নয়: শিক্ষামন্ত্রী

খালেদা জিয়া জেলে যাওয়ার জন্য সরকার দায়ী নয়: শিক্ষামন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে মামলাটির জন্য জেলে গেছেন তার জন্য বর্তমান সরকার দায়ী নয় দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয়েছিল। সেই মামলায় খালেদা জিয়া জেলে। এজন্য বর্তমান সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারই দায়ী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল ইসলাম নাহিদ বলেন, বিচার কার্যক্রম স্বাধীনভাবে চলছে। বর্তমান সরকার বিচার বিভাগের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ ও প্রভাবিত করে না। খালেদা জিয়া জেলে থাকার জন্য বিএনপি সরকারকে দায়ী করে। এটি সম্পূর্ণ ভুল। তার মামলায় সরকারের কোনো হাত নেই। শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বাণিজ্য বরদাস্ত করা হবেনা উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ব্যবসা করার দিন শেষ। টাকা আয়ের জন্য অন্য ব্যবসা করুন। মুনাফা করতে আসবেন না তাহলে টিকে থাকতে পারবেন না। যারা শর্ত মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালাবে তারাই টিকে থাকবে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণে পার্থক্য করা হয়। স্পষ্টভাবে বলছি, আমরা শিক্ষাক্ষেত্রে কোনো পার্থক্য করিনা। চাকরিসহ সবক্ষেত্রে সুযোগ-সুবিধা আমাদের কাছে সমান। মেধার ক্ষেত্রে এখন আমদানিকারক নয় রফতানিকারক উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, একসময় খাদ্যের মতো মেধাও আমদানি করা হতো। কিন্তু এখন আমরা মেধা আমদানি করি না বরং রফতানি করি। মেধার দিক দিয়ে আমরা দুর্বল নয়। তিনি বলেন, এ বছর ৩৫ কোটি ৯০ লাখেরও বেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ২৬৫ কোটি ৯৬ লাখেরও বেশি বই বিতরণ করেছি। বিজ্ঞানী জাফর ইকবাল বলেছেন, আমরা যে পরিমাণ বই বিতরণ করেছি। এ পরিমাণ বইয়ের পৃষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে সাড়ে তিনবার ঢেকে দেওয়া যেতো। বর্তমানে দেশে ৫ কোটি শিক্ষার্থী, ২৫ লাখ শিক্ষক। এ হিসেবে দেশের তিন ভাগের একভাগ মানুষ শিক্ষা পরিবারের সদস্য, যোগ করেন নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিএনপি সরকার নিজেকে ইসলাম প্রিয় বলে দাবি করেন। কই তাদের আমলে তেমনতো মাদরাসা, মসজিদ প্রতিষ্ঠা হয়নি। অথচ বর্তমান সরকারের আমলে ৩ হাজার মাদরাসা ভবন তৈরি হয়েছে। আধুনিক মসজিদ তৈরি করে দিয়েছে। এ থেকে বুঝা যায়, কারা ইসলাম প্রিয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরল আনোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম।

Share Button

     এ জাতীয় আরো খবর