খুলনায় ভুয়া সীমানা পিলারসহ দুই ভাই গ্রেপ্তার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
খুলনার দাপোক উপজেলা শ্রীনগর এলাকা থেকে সীমানা পিলার পাচার চক্রের দুই সদস্যকে রোববার দিবাগত গভীর রাতে প্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দাকোপ উপজেলার জিন্নত শেখের ছেলে জিয়ারুল ওরফে জিয়া (৩৮) ও ছাত্তার শেখ (৩৫)। তাদের কাছ থেকে একটি ভুয়া সীমানা পিলার, ১৭১৭ সালের একটি এক আনা, কার্বন পেপার, ফয়েল পেপার, খেলনা পিস্তল, মুখোসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। ভূয়া পিলারটি সিমেন্ট, কাঠ ও বোতালের তৈরী বলে জানায় পুলিশ। এক যুতের বেশি সময় ধরে তারা এই প্রতারণার ব্যবসা চালিয়ে আসছেছ। জেলা ডিবির কর্মকর্তা পুলিশ পরিদর্শক শিকদার আক্কাস আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাকোপের শ্রীনগর এলাকা থেকে তাদের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।