July 13, 2024, 2:46 am

সংবাদ শিরোনাম
রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের মুজিব সড়ক থেকে উদ্ধার হওয়া মরদেহ ঝিকরগাছার আখির মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ডিলিট না করায় কক্সবাজারে বন্ধুকে হত্যা

নতুন চূড়ায় কোহলি

নতুন চূড়ায় কোহলি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দিন দশেক আগেই হারিয়েছিলেন শীর্ষস্থান। দ্রুতই সেটি শুধু পুনরুদ্ধারই করলেন না, বিরাট কোহলি নিজেকে তুলে নিলেন নতুন এক চূড়ায়।

আবার উঠেছেন আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে। অর্জন করেছেন ভারতের ইতিহাসের সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট!

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস খেলার পর কোহলিকে সরিয়ে শীর্ষে উঠেছিলেন এবি ডি ভিলিয়ার্স। নিউ জিল্যান্ড সিরিজে অসাধারণ পারফরম্যান্সে ডি ভিলিয়ার্সকে টপকে গেছেন কোহলি।

কোহলির রেটিং পয়েন্ট এখন ৮৮৯। ভারতের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড আগে যৌথভাবে ছিল শচিন টেন্ডুলকার ও কোহলির। ১৯৯৮ সালে ৯ সেঞ্চুরিতে ১ হাজার ৮৯৪ রান করেছিলেন টেন্ডুলকার। সেবার তার রেটিং পয়েন্ট হয়েছিল ৮৮৭।

এই বছরের শুরুর দিকে টেন্ডুলকারের সেই রেটিং পয়েন্ট স্পর্শ করেন কোহলি। নিউ জিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে গেলেন ছাড়িয়ে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন কোহলি। এ বছর ৬ সেঞ্চুরিতে তার রান ১ হাজার ৪৬০। অধিনায়ক হিসেবে এটি এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের রেকর্ড।

ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন নিউ জিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে ১৪৭ রানের ইনিংস খেলা রোহিত শর্মাও। তার রেটিং পয়েন্ট ৭৯৯। তবে আছেন আগের মত সপ্তম স্থানেই।

তেমনি আগের অবস্থানে থাকলেও ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট পেয়েছেন বাবর আজম ও কুইন্টন ডি ককও। চারে থাকা বাবরের রেটিং পয়েন্ট ৮৪৬, পাঁচে থাকা ডি ককের ৮০৮।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে আটে উঠেছেন ফাফ দু প্লেসি, দুই ধাপ পিছিয়ে দশে নেমেছেন কেন উইলিয়ামসন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে উঠেছেন জাসপ্রিত বুমরাহ। নিউ জিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে জেতানো তিন উইকেটসহ সিরিজে ছয়টি উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।

বুমরাহর রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৭১৯। আগেই শীর্ষে ওঠা হাসান আলি নিজের অবস্থান সংহত করেছেন ক্যারিয়ার সেরা ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে উনিশে নেমেছেন মুশফিকুর রহিম, বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বিশে সাকিব আল হাসান।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে মোহাম্মদ হাফিজ ধরে রেখেছেন শীর্ষস্থান। ৬ রেটিং পয়েন্ট পেছনে থেকে দুইয়ে সাকিব।

Share Button

     এ জাতীয় আরো খবর