মাগুরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
মাগুরার শ্রীপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শামীম খান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ১টায় উপজেলার টুকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শামীম খান ওই গ্রামের নবাব খানের ছেলে। স্থানীয়রা জানান, টুকিপাড়া গ্রামের মনিরুলের সঙ্গে শামীমের পূর্ব শত্রুতা ছিলো। দুপুরে শামীম মাঠে কাজ করার সময় মনিরুল তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার এসআই ইলিয়াস হোসেন জানান, আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।