ডিটেকটিভ নিউজ ডেস্ক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৯ স্বর্ণেরবারসহ সিদ্দিক নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শনিবার সন্ধ্যায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন। মইনুল খান জানান, সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের (এসভি ৮০৪) একটি ফ্লাইট যোগে রিয়াদ থেকে শাহজালালে অবতরণ করেন সিদ্দিক।
এ সময় তার কাছে থেকে ৩ কেজি ৩শ’ গ্রাম ওজনের ২৯টি স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।