October 11, 2024, 7:29 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

অপুর ‘শর্টকাট’ শেষদিকে

অপুর ‘শর্টকাট’ শেষদিকে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস গত জুনে কলকাতার নতুন একটি ছবিতে কাজ শুরু করেন। ছবির নাম ‘শর্টকাট’। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে করা এ ছবিতে অপু অভিনয় করছেন নূরজাহান চরিত্রে। এ ছবির বেশিরভাগ অংশের কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন অপু। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ছবির গল্পটি অসাধারণ। ছবিটিতে আমি নূরজাহান চরিত্রে অভিনয় করছি।

এটি একটি চমৎকার চরিত্র। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক সুবীর ম-ল। আমরা সবাই অনেক আনন্দের সঙ্গে কাজটি করছি। কলকাতার ছবিতে আমার প্রথম কাজ এটি। আমার অংশের অল্প কিছু কাজ বাকি। বলতে গেলে শেষদিকের কাজ চলছে এখন। শিগগিরই ভারতে গিয়ে বাকি কাজের পাশাপাশি ছবির ডাবিংয়ে অংশ নেব। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। এ ছবিটিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের অরিন, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী,

অনিন্দিতা বসু, চন্দন সেন প্রমুখ। ছবিটির সংগীতের দায়িত্বে থাকছেন নচিকেতা নিজেই। দুই যুবকের গল্প নিয়ে তৈরি হতে যাওয়া ‘শর্টকাট’-এ দেখা যাবে বিত্তবান পরিবারের এক ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আপাতদৃষ্টিতে অবস্থান আলাদা হলেও তাদের দুজনের জীবনেই ব্যর্থতা রয়েছে। তবে কোথাও গিয়ে তারা যেন মিলে যায়। দুই ধরনের জীবনের গল্প দেখা যাবে ছবিতে। এদিকে এ ছবির বাইরে অপু বিশ্বাস বর্তমানে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন এই প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

সবশেষ গত ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘পাঙ্কু জামাই’ ছবিটি দর্শকরা প্রেক্ষাগৃহে দেখেছেন। আবদুল মান্নানের পরিচালনায় এ ছবিতে শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করেন।

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর