মৌলভীবাজারের শ্রীমঙ্গল বালিশিরা রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার একটি মিটিংয়ে যোগ দিতে সরকারি সফরে মৌলভীবাজারে আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন। এসএমই ফাউন্ডেশনের একাধিক প্রোগ্রামে তিনি গতকাল অংশগ্রহণ করেন। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে তিনি শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে একটি রুম ভাড়া নিয়ে যাত্রী যাপনের ব্যবস্থা করেন। রিসোর্টের লোক সকাল সাড়ে ৮টার দিকে তার রুমের সামনে গেলে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। সকাল ১০টা পর্যন্ত তাঁর রুম ভেতর থেকে বন্ধ থাকায় রিসোর্ট কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে তার মৃতদেহ দেখতে পায়। এরপর তাঁর লাশ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের আরও কয়েকটি অনুষ্ঠানে ওই যুগ্ম সচিবের অংশগ্রহণ করার কথা ছিল।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সকালে তথ্য পেয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে রিসোর্ট থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান লাশের অবস্থা দেখে মনে হয়েছে স্বাভাবিক মৃত্যু। গত বুধ দিবাগত রাত ১০টার পর থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি যে কোন এক সময় মারা যান। যানজটের কারণে ঢাকা থেকে তার পরিবারের লোকজন আসতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে লাশ হস্তান্তর করা হয়।