October 11, 2024, 5:23 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

‘তুমি যে আমার কবিতা’

‘তুমি যে আমার কবিতা’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

শাহেদ পেশায় সাংবাদিক। কবিতা শাহেদের পূর্ব পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজনের পরিচয়। বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের এক অনুষ্ঠানে শাহেদ ও কবিতা একসঙ্গে গান করে। তারপর দুজনের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, বন্ধুত্ব হয়, ভালোলাগা কাজ করে শাহেদের। এরইমধ্যে প্রবাসী এক ছেলের সঙ্গে কবিতার বিয়ে ঠিক হয়। খবরটা জানতে পেরে শাহেদ কষ্ট পায়। শাহেদের গানের গলা বেশ ভালো। কবিতার বাবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। মাঝে-মধ্যে কবিতার বাড়িতেও গান-বাজনার আসর বসে। কবিতা তার বাড়িতে গান গাওয়ার জন্য শাহেদকে একদিন আমন্ত্রণ জানায়। শাহেদ ভরা মজলিসে গান ধরে। কবিতার বাবা মুগ্ধ হয় শাহেদের গান শুনে। মুগ্ধ হয় উপস্থিত অতিথিরাও। গান শুনে কষ্ট হয় কবিতার। আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলে সে। কিন্তু ভালোবাসা প্রকাশ করে না। বিশ্ববিদ্যালয়, টিএসসি-তে কবিতাকে এখন দেখা যায় না। মনে মনে কবিতাকে খোঁজে শাহেদ। খোঁজ না পেয়ে ভেবে নেয়- বিয়ের পর শ্বশুরবাড়ি থাকছে সে। কয়েক বছর কেউ কারো খবর পায় না। একদিন হঠাৎ কবিতার সঙ্গে এক ফুলের দোকানে দেখা হয় শাহেদের। এরপর ‘তুমি যে আমার কবিতা’ নাটকটির গল্প নতুন দিকে মোড় নেয়। শহীদুল হক স্বপনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজিব আহমেদ। কবিতা চরিত্রে অভিনয় করেছেন শারমীন জোহরা শশী। আর শাহেদ চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি  প্রচারিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর