January 8, 2025, 12:41 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

বার্সার লা লিগা ভবিষ্যত নিয়ে ভাবছেন না কোচ

বার্সার লা লিগা ভবিষ্যত নিয়ে ভাবছেন না কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কাতালুনিয়া স্বাধীনতার ঘোষণা দেওয়ায় লা লিগায় বার্সেলোনার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না কোচ এরনেস্তো ভালভেরদে। বরং মনোযোগ দিচ্ছেন মাঠের খেলার দিকে।

এ মাসের শুরুতে বিতর্কিত গণভোটে কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে রায় আসার পর শুক্রবার কাতালান পার্লামেন্টে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার প্রস্তাব পাশ হয়। এর জবাবে কিছুক্ষণ পরই মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টে কাতালুনিয়ার উপর কেন্দ্রের শাসন জারি করার প্রস্তাব পাশ হয়।

বার্সেলোনা, এস্পানিওল ও জিরোনা-কাতালুনিয়ার এই তিন দল খেলছে এ মৌসুমের লা লিগায়। এর আগে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছিলেন, কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হয়ে গেলে এই তিন দলের লা লিগায় খেলতে পারবে না।

আগামী রোববার কাতালুনিয়ার দল জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদের খেলতে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার রাতে বার্সেলোনা খেলবে আথলেতিক বিলবাওয়ের মাঠে। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভালভেরদেকে প্রশ্ন করা হয় চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়েও।

“একটা ব্যস্ত দিন যাচ্ছে। সবারই নিজের দায়িত্ব আছে। আমার দায়িত্ব আমার দলকে জেতানোর চেষ্টা করা।”

“এটা এখনও ঘটেনি (বার্সেলোনাকে লা লিগা থেকে বাদ দেওয়া)। আমরা একটা অনুমান নিয়ে কথা বলছি। যেটা এখানে ঘটছে, আমি সেটাই অনুসরণ করি। আমার নিজের অভিমত আছে, যেটা আমি নিজের কাছে রাখব। আমি খেলার মনোযোগ দিতে চাই।”

বার্সেলোনা ছাড়া লা লিগা কেমন হবে এমন আলোচনাতেও যোগ দেননি ভালভেরদে, “বার্সা ছাড়া একটা লিগ? আমি শুধু একটা বিষয় জানি যে, কাল আমাদের একটা লিগ ম্যাচ আছে, যেটা আমরা জয়ের চেষ্টা করব।”

Share Button

     এ জাতীয় আরো খবর