November 16, 2025, 10:23 pm

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

বার্সার লা লিগা ভবিষ্যত নিয়ে ভাবছেন না কোচ

বার্সার লা লিগা ভবিষ্যত নিয়ে ভাবছেন না কোচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কাতালুনিয়া স্বাধীনতার ঘোষণা দেওয়ায় লা লিগায় বার্সেলোনার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না কোচ এরনেস্তো ভালভেরদে। বরং মনোযোগ দিচ্ছেন মাঠের খেলার দিকে।

এ মাসের শুরুতে বিতর্কিত গণভোটে কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে রায় আসার পর শুক্রবার কাতালান পার্লামেন্টে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার প্রস্তাব পাশ হয়। এর জবাবে কিছুক্ষণ পরই মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টে কাতালুনিয়ার উপর কেন্দ্রের শাসন জারি করার প্রস্তাব পাশ হয়।

বার্সেলোনা, এস্পানিওল ও জিরোনা-কাতালুনিয়ার এই তিন দল খেলছে এ মৌসুমের লা লিগায়। এর আগে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছিলেন, কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হয়ে গেলে এই তিন দলের লা লিগায় খেলতে পারবে না।

আগামী রোববার কাতালুনিয়ার দল জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদের খেলতে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার রাতে বার্সেলোনা খেলবে আথলেতিক বিলবাওয়ের মাঠে। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভালভেরদেকে প্রশ্ন করা হয় চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়েও।

“একটা ব্যস্ত দিন যাচ্ছে। সবারই নিজের দায়িত্ব আছে। আমার দায়িত্ব আমার দলকে জেতানোর চেষ্টা করা।”

“এটা এখনও ঘটেনি (বার্সেলোনাকে লা লিগা থেকে বাদ দেওয়া)। আমরা একটা অনুমান নিয়ে কথা বলছি। যেটা এখানে ঘটছে, আমি সেটাই অনুসরণ করি। আমার নিজের অভিমত আছে, যেটা আমি নিজের কাছে রাখব। আমি খেলার মনোযোগ দিতে চাই।”

বার্সেলোনা ছাড়া লা লিগা কেমন হবে এমন আলোচনাতেও যোগ দেননি ভালভেরদে, “বার্সা ছাড়া একটা লিগ? আমি শুধু একটা বিষয় জানি যে, কাল আমাদের একটা লিগ ম্যাচ আছে, যেটা আমরা জয়ের চেষ্টা করব।”

Share Button

     এ জাতীয় আরো খবর