October 11, 2024, 3:27 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

মল্লিকা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন

মল্লিকা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এ যাবৎ নানা কারণেই বারবার খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত। সিনেমার কল্যাণেই হোক কিংবা ব্যক্তিগত জীবন। বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি। সমপ্রতি নির্ভয়া কা-ের রায় নিয়ে মুখ খুলেছেন মল্লিকা। আর তা বলতে গিয়েই তার বক্তব্যে উঠে আসে ‘উইমেন এমপাওয়ারমেন্ট’-এর কথা। এ সময় নিজের জীবনযুদ্ধের কথাও বলেছেন এই অভিনেত্রী।

নিজেকে মল্লিকা শেরওয়াত বলে পরিচয় দিলেও পরবর্তীকালে জানা যায় তার আসল নাম রিমা লাম্বা। অভিনয়ে ক্যারিয়ার তৈরি করতে চাইলে বাড়ির লোকজনের তাতে আপত্তি ছিল। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে যান তিনি, জানিয়েছেন মল্লিকা নিজেই। হরিয়ানার হিসার জেলার একটি ছোট্ট গ্রামের মেয়ে মল্লিকা। কীভাবে তার পারিবারিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কাটিয়ে অভিনেত্রী হয়ে উঠেছেন- এক টুইটে সে কথাও লিখেছেন তিনি। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘খোয়াইশ’ ছবিতে অভিনেতাকে এক ডজনেরও বেশি চুমু খেয়েই বিখ্যাত হয়ে গিয়েছিলেন মল্লিকা। যদিও তার আগে একটি ছবিতে ছোট্ট এক চরিত্রে দেখা গিয়েছিল সবসময় বিতর্কের কেন্দ্রে থাকা এই অভিনেত্রীকে। ২০০৪ সালের ‘মার্ডার’ ছবির সূত্রে বলিউডে প্রতিষ্ঠা পান মল্লিকা। ওই ছবিতে নবাগত ইমরান হাশমি ও অসমিত পাটেলের সঙ্গে অভিনয় করে আর পেছনে তাকাতে হয়নি তাকে। কিন্তু বিতর্ক কখনোই তার পিছু ছাড়েনি।

Share Button

     এ জাতীয় আরো খবর