October 11, 2024, 11:20 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জাতিকে ধোকা দিয়ে মরীচিকার দিকে ধাবিত করা হচ্ছে কেন ? পর্ব ১০ শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মৃতদেহ উদ্ধার রংপুরে দলীয় পরিচয়ে নিয়োগ পাওয়া টিসিবি ডিলারদের অনেকেই পলাতক থাকায়,পণ্য বিক্রয়ে অচলাবস্থা নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭

মিমের ‘সুলতান’ আসেনি এ সপ্তাহেও

মিমের ‘সুলতান’ আসেনি এ সপ্তাহেও

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

প্রস্তুতি ছিল আজ বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবে মিম অভিনীত কলকাতার ছবি ‘সুলতান: দ্য সেভিয়র’। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারলো না ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

মন্ত্রণালয় থেকে মৌখিক অনুমতি নিলেও এ সপ্তাহে মুক্তির বিষয়ে এখনও কোনও চিঠি পায়নি প্রতিষ্ঠানটি।

যার ফলে আপাতত মুক্তি দিতে পারছে না জিৎ-মিম অভিনীত এ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

এদিকে গত মাসে জাজের কর্ণধার আবদুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘গত ২১ জুন তথ্য মন্ত্রণালয় ছবিটি দেশে আনার অনুমতি দিয়েছে। শুধু সেন্সর করতে বাকি আছে। এটি হয়ে গেলেই ছবিটি মুক্তি পাবে।’

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছবিটির। এদিকে জানা যায়, লিখিত অনুমতির পর একটু সময় নিয়ে এটি মুক্তি দিতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।

‘সুলতান’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জিৎ, প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও এটি এককভাবে নির্মিত হয়।

‘সুলতান: দ্য সেভিয়র’ পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান প্রমুখ। এর প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস ও সুরিন্দরস ফিল্মস! তাদের সঙ্গে রয়েছে জাজ মাল্টিমিডিয়াও।

Share Button

     এ জাতীয় আরো খবর