ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ইনজুরির কারণে বিশ্বকাপে মিশরের প্রথম ম্যাচটি খেলতে পারেননি মোহামেদ সালাহ। সেই ম্যাচটি উরুগুয়ের বিপক্ষে হেরেছিল তার দল। তাই মঙ্গলবার রাশিয়ার বিপক্ষে ছিল মিশরের বাঁচামরার লড়াই। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে শুরুর একাদশে নেমেছিলেন সালাহ। তবে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হল তার। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইনজুরি নিয়ে মাঠে ছেড়েছিলেন, হেরেছিল তার দল লিভারপুল। সেই ইনজুরি সেরে ওঠার পর বিশ্বকাপে নেমেছিলেন রাশিয়ার বিপক্ষে, গোলও পেয়েছিলেন এদিন। তবে সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি ৩-১ গোলে জিতে নিয়েছে স্বাগতিক দল। এই হারের পরও মিশরের আশা আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে তা শুধুই কাগজে-কলমে। এবং তেমনটা হওয়ার সম্ভাবনাও খুব ক্ষীণ।
এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। যা দ্বিতীয়ার্ধে আরও জমজমাট লড়াইয়ের আশা দেখিয়েছিল সমর্থকদের। তবে সে আশায় গুড়ে-বালি বলতে হয়। দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই রাশিয়াকে আত্মঘাতী গোল উপহার দিয়ে বসে মিশর। ম্যাচের ৪৭ মিনিটে রুশ মিডফিল্ডার রোমান জবনিন প্রতিপক্ষের গোলে দুর্বল শট নেন। তার শট মিশরের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার আহমেদ ফাথির শরীরে লেগে জড়িয়ে যায় জালে। গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা।
ম্যাচে দ্বিতীয় গোল পেতে এরপর মাত্র ১২ মিনিট অপেক্ষা করতে হয়েছে রুশদের। উদ্বোধনী ম্যাচের তারকা দেনিশ চেরিশেভ ব্যবধান দ্বিগুণ করেন। ডিফেন্ডার মারিও ফার্নান্দেসের পাস থেকে গোলটি করেন তিনি। সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বদলি হিসেবে নেমে নিজের প্রথম দুইটি আন্তর্জাতিক গোল পেয়েছিলেন চেরিশেভ। এ ম্যাচে পেয়েছেন তৃতীয়টি। ৩ গোল নিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় যৌথভাবে ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসেছেন এই ২৭ বছর বয়সী।
তিন মিনিট পরই মিশরের জালে আবার বল জড়ায় রাশিয়া। ডিফেন্ডার ইলিয়া কুতেপভের কাছ থেকে বল নিয়ে নিজ চেষ্টায় গোলটি করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড আর্তেম জুবা।
৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর থেকেই ম্যাচে জয় দেখছিল রাশিয়া। তবে ৭৩ মিনিটে সালাহ রাশিয়ার ডি-বক্সে ফাউলের শিকার হন। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পটকিক থেকে গোল করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনেন সালাহ। এটি বিশ্বকাপে তার প্রথম গোল। ১৯৯০ সালের পর এই আসরে কোন মিশরীয়র প্রথম গোলও বটে।
ম্যাচের ৭৮ মিনিটে কুতেপভের চ্যালেঞ্জে রাশিয়ার ডি-বক্সে পড়ে যান মিশরের ফরোয়ার্ড মারওয়ান মোহসেন। ‘দ্য ফারাও’রা পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি।
শেষ পর্যন্ত আর কোন দলই গোলের দেখা পায়নি। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রাশিয়া। টানা দুই ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক দলটি, করেছে ৮ গোল। বুধবার গ্রুপ- এ এর ম্যাচে উরুগুয়ে সৌদি আরবকে হারালেই নিশ্চিত হয়ে যাবে রাশিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠা। সোভিয়েত যুগের পর এবারই প্রথমবারের মত নক আউট পর্বে উঠবে দলটি।