ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
প্রথমবার মুখোমুখি। তাও বিশ্বকাপের বড় মঞ্চে। এমন ম্যাচে তেমন কিছুই করতে পারল না কোস্টা রিকা। বরং র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল সার্বিয়া তাদের হারিয়ে তুলে নিল জয়, রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই। সামারা অ্যারেনায় দলটির অধিনায়ক ও ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের ফ্রি কিক থেকে করা দুর্দান্ত গোলে কোস্টা রিকাকে ১-০ গোলে হারিয়েছে সার্বিয়া।
বল দখল এবং পাসের লড়াইয়ে প্রথমার্ধে এগিয়ে ছিল সার্বিয়াই। বেশ কিছু সুযোগ পেয়েছিল তারা। দুইটি ভালো সুযোগ থেকে বল জালে জড়াতে পারেনি দলটি। অবশ্য দুবারই বল পায়ে অফসাইড ছিলেন দলটির মিডফিল্ডার মিলিঙ্কোভিচ-সাভিচ।
ম্যাচের ১২তম মিনিটে সুযোগ পেয়েছিল কোস্টা রিকাও। তবে তা কাজে লাগাতে পারেননি দলটির ডিফেন্ডার গনজালেজ।
দ্বিতীয়ার্ধে এসে বল দখল ও পাসে এগিয়ে থাকার পাল্লা ঘুরে যায় কোস্টা রিকার দিকে। তবে গোলের দেখা পায় সার্বিয়াই। ম্যাচের ৫৬ মিনিটে কোস্টা রিকার ডি বক্সের বাইরে ফাউলের শিকার হন সার্বিয়ান ফরোয়ার্ড মিত্রোভিচ। সেখান থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক বাকানো ফ্রি কিকে বল জালে জড়ান দলটির অধিনায়ক কোলারভ। কোস্টা রিকার তারকা গোলরক্ষক কেইলর নাভাস ঝাঁপ দিলেও গোলটি বাঁচানোর সুযোগ ছিল না তার।
এরপর আরও দুইটি সুযোগ পেয়েছিল সার্বিয়া। তবে সেখান থেকে আর গোলের দেখা পায়নি দলটি। তবে যোগ করা সময়ে দলটির মিডফিল্ডার মাতিচ বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন কোস্টা রিকার ডাগ আউটের খেলোয়াড়দের সাথে।
শেষ পর্যন্ত কোন দলই আর গোলের দেখা পায়নি। তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সার্বিয়া।