July 27, 2024, 9:38 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

জেসিয়া এখন চীনে

জেসিয়া এখন চীনে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম এখন চীনে। গতকাল সকালে তিনি সেখানে পৌঁছেছেন। ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেবেন তিনি। মিস ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১শে অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে। সেখানেই সব প্রতিযোগীকে স্বাগত জানানো হবে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী।

থাকবে প্রতিযোগীদের প্যারেড। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সবাইকে ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ এবং ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগে লড়তে হবে। ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগটি এবারই যুক্ত করা হয়েছে এ প্রতিযোগিতায়। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টার অ্যাক্টিভিটির ওপর জোর দেয়া হবে এখানে। নতুন এই বিভাগে অংশ নেবেন শীর্ষ ৪০ প্রতিযোগী। এখান থেকে সেরা ২০ জন নির্বাচিত হবেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জেসিয়া। বিমানবন্দরে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর  আয়োজক প্রতিষ্ঠান ও স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেসিয়াকে বিদায় জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী এবং ডিএমডি চৌধুরী মাশফেকা ইসলাম প্রান্তর। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন জেসিয়া ইসলাম। তিনি বলেন, আমি সবার সমর্থন, ভালোবাসা ও দোয়া চাই। বিশ্বমঞ্চে আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ লাইসেন্সধারী প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ৪ঠা নভেম্বর পর্যন্ত প্রাথমিক পর্যায়ের গ্রুমিং-এ অংশ নেবেন  জেসিয়া। এরপর ৫-১৬ই নভেম্বর দ্বিতীয় পর্যায়ের গ্রুমিং। এরপর ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে অকশন। সেখানেই বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া পাটের পণ্য উপস্থাপিত হবে। এসব পণ্যের মধ্যে থাকছে জুতা, সালোয়ার-কামিজ, ব্যাগ, পাটের জামদানি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ নানা কিছু। অকশনে এসব উপহারসামগ্রীর বিক্রি থেকে অর্জিত অর্থ মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন-এর চ্যারিটির কাজে ব্যবহৃত হয়। এর বাইরে অতিথিদের জন্যও উপহার সামগ্রী নিয়ে গেছেন জেসিয়া। ১৮ই নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর