June 24, 2025, 12:03 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

জেসিয়া এখন চীনে

জেসিয়া এখন চীনে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম এখন চীনে। গতকাল সকালে তিনি সেখানে পৌঁছেছেন। ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৭টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেবেন তিনি। মিস ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩১শে অক্টোবর চীনের শিমেলং ওশান কিংডমে। সেখানেই সব প্রতিযোগীকে স্বাগত জানানো হবে। এ অনুষ্ঠানে অংশ নেবেন ৫০০ জন শিল্পী।

থাকবে প্রতিযোগীদের প্যারেড। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সবাইকে ‘টপ মডেল’, ‘ট্যালেন্ট’, ‘মাল্টিমিডিয়া’, ‘স্পোর্ট’, ‘বিউটি উইথ আ পারপাস’ এবং ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগে লড়তে হবে। ‘হেড টু হেড চ্যালেঞ্জেস’ বিভাগটি এবারই যুক্ত করা হয়েছে এ প্রতিযোগিতায়। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইন্টার অ্যাক্টিভিটির ওপর জোর দেয়া হবে এখানে। নতুন এই বিভাগে অংশ নেবেন শীর্ষ ৪০ প্রতিযোগী। এখান থেকে সেরা ২০ জন নির্বাচিত হবেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জেসিয়া। বিমানবন্দরে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর  আয়োজক প্রতিষ্ঠান ও স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেসিয়াকে বিদায় জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী এবং ডিএমডি চৌধুরী মাশফেকা ইসলাম প্রান্তর। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন জেসিয়া ইসলাম। তিনি বলেন, আমি সবার সমর্থন, ভালোবাসা ও দোয়া চাই। বিশ্বমঞ্চে আমি যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ লাইসেন্সধারী প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ৪ঠা নভেম্বর পর্যন্ত প্রাথমিক পর্যায়ের গ্রুমিং-এ অংশ নেবেন  জেসিয়া। এরপর ৫-১৬ই নভেম্বর দ্বিতীয় পর্যায়ের গ্রুমিং। এরপর ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে অকশন। সেখানেই বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া পাটের পণ্য উপস্থাপিত হবে। এসব পণ্যের মধ্যে থাকছে জুতা, সালোয়ার-কামিজ, ব্যাগ, পাটের জামদানি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ নানা কিছু। অকশনে এসব উপহারসামগ্রীর বিক্রি থেকে অর্জিত অর্থ মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন-এর চ্যারিটির কাজে ব্যবহৃত হয়। এর বাইরে অতিথিদের জন্যও উপহার সামগ্রী নিয়ে গেছেন জেসিয়া। ১৮ই নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর