মোবাইলে প্রতিদিন কোটি গ্রাহক পাবজি খেলেন
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
‘ব্যাপক জনপ্রিয়তা পাওয়া’ গেইম ‘প্লেয়ারসআননোন’স ব্যাটলগ্রাউন্ডস-এর মোবাইল সংস্করণের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে বলে ঘোষণা দিয়েছে উইচ্যাট এবং পিউবিজি কর্পোরেশন-এর মালিক চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট।
গেইমটির নামের সংক্ষিপ্তরূপে পিইউবিজি বা পাবজি নামে পরিচিত; কেউ কেউ আবার একে পাবগাহ-ও বলে থাকেন।
বৃহস্পতিবার ঘোষণা দেওয়ার আগেই চলতি বছর মার্চে এই গেইমের মোবাইল সংস্করণ অ্যাপল অ্যাপ স্টোর আর গুগল প্লে স্টোরে চলে এসেছিল।
অ্যাপ স্টোরগুলোতে প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ে এটি একশ’টিরও বেশি দেশে ডাউনলোড করা হয়েছে বলে দাবি গেইম নির্মাতাদের।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন গেইমস খাত থেকে টেনসেন্ট প্রায় ২১৭০ কোটি ইউয়ান আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬৮ শতাংশ বেশি।
মৌসুমী প্রচারণা কার্যক্রম আর নতুন গেইমের কারণে এর আয় বেড়েছে ২৮ শতাংশ।
এসব গেইমের মধ্যে ‘অ্যারিনা অফ ভ্যালোর’ নামের গেইমটি চীনে অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি আয় করা স্মার্টফোন গেইমের জায়গা দখল করেছে।
২০১৫ সালে চীনে অ্যারেনা অফ ভ্যালোর গেইমটি আনা হয়। বর্তমানে এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি। এর ফলে গেইমটি বিশ্বের অন্যতম জনপ্রিয় গেইমে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।