January 17, 2025, 6:07 pm

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

মারিবোরের জালে লিভারপুলের গোল উৎসব

মারিবোরের জালে লিভারপুলের গোল উৎসব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রবের্তো ফিরমিনো-কৌতিনিয়ো-মোহামেদ সালাহদের নৈপুণ্যে প্রথমার্ধেই চার গোল। বিরতির পর আরও তিনটি।

লিভারপুলের এমন দাপুটে ফুটবলে ঘরের মাঠেই বিধ্বস্ত স্লোভেনিয়ার এনকে মারিবোর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ই’ গ্রুপের একপেশে ম্যাচে এফসি মারিবোরকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিভারপুল। টানা দুই ড্রয়ের পর প্রথম জয়ের স্বাদ পেলো লিভারপুল। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে উঠেছে তারা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্পেনের দল সেভিয়াকে ৫-১ গোলে হারানো স্পার্তাক মস্কো। মারিবোরের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। সালাহর বাড়ানো বল ধরে কাছ থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফিরমিনো। ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ক্লপের দল।

জেমস মিলনারের কাট ব্যাকে  দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ফিলিপ্পে কৌতিনিয়ো। ছয় মিনিট পর মারিবোরকে আরও কোণঠাসা করে ফেলে লিভারপুল। প্রথম গোলদাতা ফিরমিনোর সোজা বাড়ানো বল ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সালাহ। প্রথমার্ধের শেষ দিকে সালাহ এবং ৫৪তম মিনিটে ফিরমিনো গোল করলে বড় জয়ের দিকে ছুটতে থাকে লিভারপুল।

ড্যানিয়েল স্টারিজের বাড়ানো বল ধরে ৮৬তম মিনিটে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন আর একটু পর ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ডের দলটি। ‘এফ’ গ্রুপের ম্যাচে নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল।

গ্রুপের অন্য ম্যাচে ফেইনুর্দকে ২-১ গোল হারানো শাখতার দোনেৎস্ক ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ‘এইচ’ গ্রুপে নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ৭ করে পয়েন্ট নিয়ে টটেনহ্যাম শীর্ষে, রিয়াল দ্বিতীয় স্থানে। গ্রুপের অন্য ম্যাচে অ্যাপোয়েল নিকোসিয়ার মাঠে ১-১ ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ‘জি’ গ্রুপে টানা তৃতীয় জয় পেয়েছে বেসিকতাস।

ফরাসি চ্যাম্পিয়ন মোনাকোকে ২-১ গোরে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তুরস্কের ক্লাবটি। অন্য ম্যাচে পোর্তোকে ৩-২ গোলে হারানো লাইপজিগ ৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। পোর্তার পয়েন্ট ৩ আর মোনাকোর পয়েন্ট ১।

Share Button

     এ জাতীয় আরো খবর