January 8, 2025, 4:37 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

নৌকার জয় নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনে : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

মোঃ ওমর আলী ভূঞা  সিরাজগঞ্জ জেলা ব্যুরো প্রধানঃ

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বিশ্বের ১০০ প্রভাবশালী নেতার কাতারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রয়েছেন। এ সম্মান ও মর্যাদা ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি শনিবার বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাহসিকতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলা করে বিশ্বে নন্দিত নেত্রীর মর্যাদায় আসীন হয়েছেন।

তিনি মাদার অব হিউম্যানিটি মর্যাদায় ভূষিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা মোকাবেলার জন্য কমলওয়েলথ সম্মেলনেও তাকে বিশ্ব নেতারা মর্যাদা দিয়েছেন।

কমনওয়েলথ সম্মেলনে বিশ্বের ১০০ প্রভাবশালী নেতার কাতারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সম্মানিত করা হয়েছে। এ সম্মান বাঙালি জাতির সম্মান, বাংলাদেশের সম্মান।

এক হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠে শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

গণপূর্ত অধিদফতর এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কাজের শতকরা কত ভাগ শেষ হয়েছে জানতে চাইলে ৪৫ ভাগ কাজ শেষ করা হয়েছে বলে নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম অবহিত করেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চলতি বছরের সেপ্টেম্বরে কলেজের একাডেমিক ভবন ও ছাত্রছাত্রী হোস্টেলের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পালসহ দলীয় নেতারা।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর