প্রযুক্তি ডেস্ক:
নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ডার্ক মোড, গ্রুপ চ্যাটে পল ও আইফোন ব্যবহারকারীদের জন্য টাচ আইডি সাপোর্ট আনছে ম্যাসেজিং অ্যাপটি। ওয়াবেটাইনফো নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ফিচারগুলো শীঘ্রই আইফোন, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনে পাওয়া যাবে।হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে একসঙ্গে কতজন ব্যবহারকারী থাকতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আগে একটি গ্রুপে মাত্র ২৫৬ জনই থাকতে পারতেন। এখন সেই পরিধি বাড়িয়ে ৪ হাজার ৯৬ জনে নিয়ে যাওয়া হয়েছে।
ভয়েস ম্যাসেজিং সার্ভিসেও আনা হচ্ছে পরিবর্তন। অ্যাপটি চালু করলে বা স্ক্রিন বন্ধ করলেও রেকর্ড করা ভয়েস ম্যাসেজটি শোনা যাবে। গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আরও একটি ফিচার আনে। ফিচারটির নামে ছিলো চেঞ্জ নম্বর। ফিচারটি যুক্ত হলে কনট্যাক্টসে থাকা সবাই বা নির্দিষ্ট সংখ্যক বন্ধু নম্বর বদলানোর নোটিফিকেশনটি পাবেন।