অনলাইন ডেস্কঃ
আকমল নামের ১৪ বছরের এক কিশোর দাবি করেছে, গত দুই বছরে মোট ২০টি ডিম পেড়েছে সে। আকমলের বাড়ি ইন্দোনেশিয়ার গোয়ায়। তার এ ঘটনা চিকিৎসকদের রীতিমতো হতোবুদ্ধি করে দিয়েছে।
আকমলের বাবা রম্নসলি বলছেন, তার ছেলের পাড়া ডিম ভাঙার পর দেখা যাচ্ছে সেগুলো হয়তো পুরোটাই কুসুম, নয়তো পুরোটাই ডিমের সাদা অংশ। ডাক্তারদের সামনেই দুইটি ডিম পেড়েছে আকমল! আকমলকে দেখার পর ডাক্তাররা বলছেন, ‘মানব শরীরে ডিম তৈরি হওয়া অসম্ভব। আমাদের সন্দেহ হচ্ছে, যে ডিমগুলো ধাক্কা দিয়ে আকমলের মলদ্বারে ঢোকানো হয়েছে।’ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য আকমলকে গোয়ার শেখ ইউসুফ হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে।
সূত্র: ডেইলি মেইল।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল