February 15, 2025, 9:20 am

সংবাদ শিরোনাম
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেক মামলায় আসামি ৪৭৭ জন বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

ইউপি চেয়ারম্যানের কোটি টাকা আত্মসাত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়ন পরিষদের নামে ৪৩ শতাংশ সরকারি সম্পত্তি বিক্রি করে প্রায় এক কোটি টাকা আত্মসাত করেছে বলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু জমি বিক্রি নয়, দুঃস্থদের ভিজিডি-বয়স্কভাতা ও কর্মসৃজন প্রকল্পসহ সরকারের উন্নয়নমুলক বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করে লক্ষ লক্ষ হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। ইউপি চেয়ারম্যানের এসব অপরাধমূলক কর্মকান্ডে ইউপি সদস্যসহ স্থানীয়দের চরম ক্ষোভ বিরাজ করলেও সরকার দলীয় প্রভাবশালী চেয়ারম্যান হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শুধু জমিই নয় সরকারের ভিজিডি-বয়স্কভাতা কার্ড বিতরণের সময় অর্থ হাতিয়ে নিয়েছেন। 

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের ৪ ডেসিমাল ও একটি রুমের বিনিময়ে ৪৩ শতাংশ জায়গা নুরুল ইসলামের কাছ থেকে নেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই জমি খাস। যেকারণে রেজুলেশন করে ওই জমি নুরুল ইসলাম তালুকদারকে পুনরায় ফেরত দেয়া হয়েছে। বিক্রি করা হয়নি।

সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুজ্জামান জানান, জমি বিক্রির বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাবার পর একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর