January 16, 2025, 12:39 am

সংবাদ শিরোনাম
বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন

চিলমারীতে ব্রহ্মপুত্র নদে কারেন্ট শর্ট মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ মাঝি আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে কারেন্ট শর্ট মেশিন দিয়ে মাছ ধরার সময় দুটি কারেন্ট শর্ট মেশিন সহ ছয়জন মাঝিকে আটক করেছে নৌবন্দর থানা পুলিশ।

আটককৃতরা হলো, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী জগত চন্দ্র দাশের ছেলে শ্রী মিলন চন্দ্র দাশ (৪১) ও নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার ফুল মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার ফুল মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক (২৪) ও ফকিরেরভিটা এলাকার আবুল হোসেনের ছেলে সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী রতন চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

সোমবার (২ ডিসেম্বর) সকালে আটককৃত মাঝিদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।

এর আগে রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌবন্দর থানা পুলিশের একটি টিম উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে কারেন্ট শর্ট মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয়জন মাঝিকে আটক করে। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি কারেন্ট শর্ট মেশিন জব্দ করা হয়।

নৌবন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির বলেন, দুইটি কারেন্ট শর্ট মেশিন সহ আটক ছয় মাঝিকে আজ সোমবার সকালে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটককৃত ছয মাঝির বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর