হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ধান ক্ষেত থেকে এক আদিবাসী স্বামী পরিত্যাক্তা নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকাল ৯ টায় (২৩ নভেম্বর) উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় থেকে মরহেদ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম বৃষনি পাহান (৫৫)। তিনি উপজেলার কাটলা ইউনিয়নের মৃত সাধন পাহানের মেয়ে এবং পেশায় কৃষি শ্রমিক।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার সকালে ধান কাটার কাজে গিয়ে আর বাড়ি ফিরেননি। পরদিন শনিবার স্থানীয়রা হাত বঁাধা অবস্থায় রক্তাক্ত মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।
এ ঘটনায় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান নিহতের গলায় ও শারীরের আঘাতের চিহ্ণ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।