September 16, 2024, 3:34 pm

সংবাদ শিরোনাম

খুলনা-মোংলা রেললাইন নির্মাণকাজের উদ্বোধন

খুলনামোংলা রেললাইন নির্মাণকাজের উদ্বোধন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

খুলনামোংলা রেললাইন প্রকল্পে রামপাল থানার ভাগা থেকে মোংলা থানার দিগরাজ পর্যন্ত সোয়া ১১ কিলোমিটার রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে মোংলার বিদ্যারবাহনসংলগ্ন কবিরাজবাড়ী এলাকায় কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) তালুকদার আবদুল খালেক প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে রেললাইনের মূল রাস্তা নির্মাণকাজ শুরু করছে সহযোগী নির্মাণকারী প্রতিষ্ঠান ক্যান এন্টারপ্রাইজ

রাস্তা নির্মাণ সম্পন্ন হলে রেললাইন বসানোর কাজ করবে মূল নির্মাণকারী প্রতিষ্ঠান ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান এন্টারপ্রাইজের চেয়ারম্যান খশরুল আলম চৌধুরী, নির্বাহী পরিচালক মিজানুল হক হিমেল, প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল আলম রনি, প্রজেক্ট কোঅর্ডিনেটর আবুল বাশার আঙ্গুর, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ . রহমান, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, বুড়িরডাঙ্গা ইউনিয়নের নম্বর ওয়ার্ড সদস্য বিশ্বজিৎ রায় প্রমুখ এর আগে স্থানীয় সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক ক্যান এন্টারপ্রাইজের চেয়ারম্যান খশরুল আলম চৌধুরী রেললাইন নির্মাণ এলাকা ঘুরে দেখেন

Share Button

     এ জাতীয় আরো খবর