February 14, 2025, 11:38 pm

সংবাদ শিরোনাম
বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন বান্দরবানে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

শেষ সময়ে এইচএসসিতে আইসিটি পরীক্ষার নম্বর কমল

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের (বিষয় কোড: ২৭৫) নম্বর কমানো হয়েছে। এবার আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হবে ৭৫ নম্বরে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে গতকাল সন্ধ্যায় পরিবর্তিত মানবণ্টনের তথ্য প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিদ্যমান নম্বর বণ্টনে দেখা যায়, আগে সৃজনশীল (তত্ত্বীয়) অংশে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটির উত্তর দিতে হতো। সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। পূর্ণমান প্রতিটিতে ১০ নম্বর করে মোট ৫০। পরিবর্তিত নম্বর বণ্টনে ২ ঘণ্টায় আটটি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে; পূর্ণমান প্রতিটিতে ১০ করে মোট ৩০ নম্বর।

বিদ্যমান নম্বর বণ্টনে বহু নির্বাচনী অংশে ২৫ মিনিটে ২৫টি প্রশ্নের মধ্যে ২৫টির উত্তর দিতে হতো। প্রতিটিতে ১ নম্বর করে মোট নম্বর ২৫। পরিবর্তিত নম্বর বণ্টনে ২৫টির মধ্যে ২০টির উত্তর দিতে হবে; এতে সময় ২৫ মিনিট। পূর্ণমান ২০ নম্বর। ব্যবহারিক অংশে আগের মতো ২৫ নম্বর বহাল রয়েছে।

আগে তত্ত্বীয় অংশে ৫০ নম্বর, বহুনির্বাচনী অংশে ২৫ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর মিলিয়ে মোট ১০০ নম্বর ছিল। পরিবর্তিত অবস্থায় তত্ত্বীয় অংশে ৩০ নম্বর, বহুনির্বাচনী অংশে ২০ নম্বর এবং ব্যবহারিকে ২৫ নম্বর মিলিয়ে মোট ৭৫ নম্বরে পরীক্ষা হবে। আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর জন্য এরই মধ্যে সূচি প্রকাশ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর