June 30, 2024, 12:51 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

উজিরপুরের আলোচিত শিশু তামান্না ধর্ষন ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নাজমুল হক মুন্না : বরিশাল জেলার উজিরপুরে আলোচিত ও চাঞ্চল্যকর ০৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী মোঃ তাওহীদ হাওলাদার (৩০) ও তার পিতা মোঃ সুলতান হাওলাদারকে (৫০) ফরিদপুর জেলার চুনাঘাট বাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৮ এর সদস্যরা।

এর আগে ভিকটিমের মা বাদী হয়ে গত ৮ মে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(২)/৩০ ধারায় ধর্ষণ করতঃ শ্বাসরোধ করে হত্যা করা ও সহায়তার অপরাধের একটি মামলা দায়ের করেন, যার মামলা নং—১০/১২৬।

মামলা সূত্রে জানা যায় যে, ভিকটিম শিশু তামান্না আক্তার (০৯) আসামীদের আত্মীয়। সেই সুবাদে আসামীরা গত ০২ মে ভিকটিমকে বরিশাল জেলার উজিরপুর পৌরসভাস্থ হাসপাতাল রোড এলাকায় আসামীদের বসত বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরেরদিন গত ০৩ মে বেলা ১১টার দিকে আসামীদের বসত ঘরে শিশু তামান্নাকে একা পেয়ে আসামী মোঃ তাওহীদ হাওলাদার (৩০) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভিকটিমের ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য (আসামীরা) বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন জানার আগেই বেলা আনুমানিক ১১.৫৫ মিনিটের মধ্যে ভিকটিম শিশুকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে এবং বসতঘরের দালানের সিড়িঁর উপর টিনের রুয়ার সাথে ঝুলিয়ে রাখে। এরপর আসামীরা সু-কৌশলে পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে শিশু তামান্না আত্মহত্যা করেছে বলে তার পরিবারকে ফোন করে জানায়। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর