নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় জাহেরা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ও নাতি গুরুতর আহত হয়।
সোমবার (৬ মে) রাত ১১টার দিকে সাদল্লাপুর উপজেলার ধাপেরহাটের সাহাপাড়া সংলগ্ন নতুন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেরা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। এ ঘটনায় সৈয়দ আলীসহ (৬০) তার নাতি (৭) আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে সৈয়দ আলী তার ভ্যানে স্ত্রী-মেয়ে ও নাতিকে নিয়ে ধাপেরহাটের ওই স্ট্যান্ডে যায়। সেখানে তার মেয়েকে ঢাকার বাসে উঠিয়ে দিয়ে ফের ভ্যানযোগে নাতি-স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরার সময় আন্ডার পার্সের টার্নেড পয়েন্ট এসে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে যায়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে জাহেরা বেগম নিহত হয়। আহত হয় সৈয়দ আলী ও তার নাতি। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া বলেন, খবর পেয়ে পলাশবাড়ী ও পীরগঞ্জের ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।