February 10, 2025, 12:56 am

সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ নেতা গ্রেফতারের খবর শুনে মিষ্টি বিতরণ রাজধানীর ডেমরা এলাকায় অটোরিক্সা চালক উযান মিয়া (৪২)’কে হত্যা মামলায় আসামী আকাশ ভূইয়া (২৮)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তারেক রহমানের ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়িত হলে এদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না- বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। টঙ্গীর ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা, দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা বিচারপতি আবদুর রউফ ইন্তেকালে লেবার পার্টির শোক সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। রামুতে ইজিবাইক উল্টে প্রাণ গেল বৃদ্ধের আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশ করে ঘের দখল ও চাঁদাবাজী করছে পারিবারিক কলহের জেরে শ্বশুরের গোপনাঙ্গ কাটলেন পুত্রবধূ

‘পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে’

ময়মনসিংহ প্রতিনিধি:

 

অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেছেন, সমাজের ভেতরে যেমন দুষ্টু লোক আছে, তেমনি পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে। আমরা প্রায়ই দেখি এই ধরনের দুর্বৃত্ত মানুষের সাথে ওইসব দুর্বৃত্ত পুলিশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। ঠিক তখনই সমাজ একটি অস্থিরতার মধ্যে পড়ে।

মঙ্গলবার দুপুরে নগরীর ২নং পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন এবং জঙ্গী ও মাদক বিরোধী কমিউনিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. সাদিক হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।

অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান এসময় আরো বলেন, এসব দুষ্টু পুলিশের তালিকা আমাদের দেবেন। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

বর্তমান সময়ে মাদককে দেশের অন্যতম সমস্যা উল্লেখ করে তিনি আরো বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের উপর দায়িত্ব দিলেই হবেনা, ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও দায়িত্ব আছে। মুখে শুধু বড় বড় কথা বললেই হবেনা।

Share Button

     এ জাতীয় আরো খবর