June 30, 2024, 1:12 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের

বিরলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের বৈঠক

সীমান্তে হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশরোধে দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুরের বিরল সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল ও বিজিবির দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর অংশ নেন।

বিজিবি জানায়, ঘণ্টাব্যাপী বৈঠকে সীমান্তে হত্যা, মাদক, চোরাচালানরোধ, শিশুপাচার ও অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এসব কার্যক্রমে দুই দেশের বাহিনীর অংশগ্রহণ অব্যাহত থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আরও বৈঠক করার ব্যাপারে আলোচনা হয়। কাঁটাতারের বেড়া কাটা বন্ধ ও অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে গুরুত্বারোপ করা হয়।

বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর। এর আগে সকালে বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দল বিরল-কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে এলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিজিবির সদস্যরা। বিএসএফের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি ইশ উল।

বৈঠক শেষে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতের বিএসএফের সঙ্গে প্রায়ই আমাদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে। আজকের সৌজন্য সভায় সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। তারাও এই বিষয়ে আশ্বস্ত করেছেন। এছাড়া মাদক নিয়ন্ত্রণের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। এক্ষেত্রে একসঙ্গে কাজ করার পূর্ণ সম্মতি আছে তাদের।’

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তবে দেশের নির্বাচন নিয়ে তাদের সঙ্গে তেমন কোনও কথা হয়নি। সীমান্তে মাদক, অস্ত্র, চোরাচালান এসব বন্ধের প্রচেষ্টা চলছে। তাদের সঙ্গে আজ এসব বিষয়ে আবার কথা হয়েছে। এর বাইরে কোনও আলোচনা হয়নি। এসব কাজ যেন আমরা যৌথভাবে আরও ভালোভাবে করতে পারি, সেটাই আলোচনা করেছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর