মশাহিদ আহমদ, মৌলভীবাজার :
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের বাগান বাড়ীর গাছ কেটে নেওয়ার অভিযোগে একই গ্রামের মৃত: রঙ্গই মিয়ার পুত্র মঞ্জুর আলম লাড়ই (৩৫)কে তার নিজ বাড়ী থেকে আজ ১৯ ফেব্রুয়ারি আটক করেছে কমলগঞ্জ থানার পুলিশ। মামলার এজাহার সুত্রে জানা গেছে- গত ১৬ ফেব্রুয়ারি ভাদাইর দেউল গ্রামের হাজী মতিউর রহমানের বাগান বাড়ী থেকে আকাশীসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষ টাকার গাছ কেটে নিয়ে যায় একই গ্রামের মৃত:রঙ্গই মিয়ার পুত্র নুর আলম (৪০), মঞ্জুর আলম লাড়ই (৩৫), জাহাঙ্গীর আলম (৩৪) ও উজ্জল আলম (২৫)। এ ঘটনায় হাজী মতিউর রহমান বাদী হয়ে কমলগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মামলা (নং-১৫, ১৮/০২/২০১৮) দায়ের করলে পুলিশ মঞ্জুর আলম লাড়ইকে আটক করে।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন