January 16, 2025, 12:58 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

চকরিয়ায় ডাকাতিসহ ৬ মামলায় পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেজাউল করিম (৪০) নামে ডাকাতিসহ ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

 

 

শুক্রবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার খুটখালী ইউনিয়নের সেগুনবাগিচা বাগাইন্যাপাড়া রিজার্ভ ফরেস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামি রেজউল করিম ওই এলাকার শফি আলমের ছেলে।

অভিযান সূত্রে জানাগেছে, উপজেলার খুটখালী ইউনিয়নর সেগুনবাগিচা বাগাইন্যা পাড়া রিজার্ভ ফরেস্ট এলাকায় ডাকাতিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এক আসামি অবস্থান করার গোপান সংবাদ পাই পুলিশ। শুক্রবার ভোররাতে থানার ওসি’র নির্দেশে উপপরিদর্শক (এস আই) মোহাম্মদ আল ফোরকানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রেজাউল করিম (৪০) নামে এক পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে ২টি মামলায় সাজা ও ৪টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিল।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) জাবেদ মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত আসামি রেজাউলের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বন মামলা, ডাকাতি, সরকারী কর্মকর্তাকে মারধরসহ বিভিন্ন অপরাধ সংঘটিত ঘটনায় মামলা রয়েছে। তৎমধ্যে ২টি মামলায় সাজা ও ৪টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল। শুক্রবার বিকালে ধৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর