জানা যায়, সেনা অভিযানে যমচুগ এলাকা থেকে ১টি এসএমজি, টি ৮১ মডেলের ১টি চায়না রাইফেল, ১টি এইচই এমজি বোম্ব, ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ম্যাগাজিনগুলোর মধ্যে ২টি এসএমজির এবং ১টি রাইফেলের ম্যাগাজিন রয়েছে। এছাড়াও ১৪১ রাউন্ড এসএমজির গুলি এবং ২৭ রাউন্ড রাইফেলের গুলি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে এক সন্ত্রাসী আত্মসমর্পন করে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাঙামাটি জোনের এই অভিযান অব্যহত থাকবে।