January 16, 2025, 12:56 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

চকরিয়ায় পারিবারিক মামলায় তিনমাসের সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেফতার

কক্সবাজার জেলা  প্রতিনিধি  : চকরিয়ায় একটি পারিবারিক মামলায় তিনমাসের সাজাপ্রাপ্ত আসামি শফিউল আলম (৪০) নামের একজনকে ৮বছর পর গ্রেফতার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাবের অভিযানে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের রংমহল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিউল ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার মৃত নুরুল হকের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার প্রেসবিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিবারিক একটি মামলায় ( নং-৫৩/০৮) আদালতের বিচারক ২০১৫ সালে আসামি শফিউল আলমকে তিনমাসের সাজা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

সেই থেকে আসামি শফিউল গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। এই অবস্থায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে
র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় অভিযান চালিয়ে আসামি শফিউল আলম (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক বলেন, বর্ণিত মামলায় ৩ মাসের কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী শফিউল দীর্ঘ ৮ বছর ধরে নিরুদ্দেশ হয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর