January 16, 2025, 3:59 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

বগুড়ায় প্রকাশ্য দিবালোকে কলেজের প্রভাষককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে পারভেজ আলম (৪৮) নামে কলেজের এক প্রভাষককে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল ১০ টার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে এবং কৈচর বিএম কলেজের প্রভাষক। পুত্রের মৃত্যুও খবর পেয়ে বৃদ্ধ পিতা স্ট্রোক করেন। তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনিও মৃত্যুবরণ করেন। আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী এসব ঘটনা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মাথাইল চাপড় মোটরসাইকেল যোগে বগুড়া আসার পথে রাস্তার উপর ধারালো অস্ত্রের দ্বারা মাথায় ও ডান হাতে গুরুতর আঘাত করলে যখম হয়। এ সময় স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর সোয়া ১১ টায় জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসে তদন্ত করছি। তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর