অনলাইন ডেস্কঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যা।
বুধবার রাত ১১টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই আগ্নেয় অস্ত্র ও গুলি জব্দ করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকান্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছেন। পরে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি আগ্নেয় অস্ত্র গুলি জব্দ হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা