June 22, 2024, 2:24 am

সংবাদ শিরোনাম
সিসিটিভির আওতায় উলিপুরঃ সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় পুলিশের এই প্রচেষ্টা সরিষাবাড়ীতে ৪ হাজার ব্যক্তির মাঝে এমপির চাল বিতরণ চিলমারীতে পৈ‌ত্রিক সম্প‌তি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে প্রায় ১৪ বছরের পুরোনো কবর ভেঙে ফেলার অভিযোগ গাজীপুর কালিয়াকৈর চান্দ্রায় ঈদ যাত্রার যাত্রীদের দুর্ভোগ কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে বোতলনোজ প্রজাতির মৃত ডলফিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার গান কমান্ডার গ্রেফতার ফরিদপুরের নগরকান্দার চাঞ্চল্যকর “ক্লুলেস ডাকাতি” ঘটনার মূলহোতা দুর্ধর্ষ ডাকাত সর্দার রবিজুল শেখ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রংপুরের পীরগঞ্জে ইয়াবা, জুয়ারী,ও ওয়ারেন্টের আসামী সহ ৮জনকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা জৈন্তাপুরে চিকনাগুল বাজারে অবৈধ পশুর হাট, সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব

রংপুরের পীরগঞ্জে ইয়াবা, জুয়ারী,ও ওয়ারেন্টের আসামী সহ ৮জনকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ

মোস্তফা মিয়া -পীরগঞ্জ রংপুর প্রতিনিধি; রংপুর জেলা-প্রসাশনের দিক নির্দেশনায় সহকারি পুলিশ সুপার, ডি সার্কেল ও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের আনোয়ারুল ইসলাম এর সহযোগীতায় পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছেন, এসআই/এবিএম বদরুদ্দোজা বাদল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় পীরগঞ্জ ইউনিয়নের আরিজপুর মৌজায় রংপুর টু ঢাকা মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশন সংলগ্ন জনৈক বকুল মিয়া (৩৭), পিতা মকবুল হোসেন, আরিজপুর । চায়ের দোকানের উত্তরে কাঁচা রাস্তার উপর উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের সময় আসামী মামুন মন্ডল (৩৫), পিতা মৃত আব্দুল কুদ্দুস মন্ডল, বাজিতপুর গ্রামের একজন কে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে অপর আসামী রাসেল হোসেন (৩৫) পিতা আলতাফ হোসেনের বাড়ী হিলিতে তিনি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। এসময় আসামীর কাছে থেকে ২০০ (দুইশত) পিস কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত অটোভ্যান, মাদক বিক্রয়ে নগদ ১,৭২৫ (এক হাজার সাতশত পঁচিশ) টাকা জব্দ করেন পুলিশ। এবিষয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় একটি মামলা হয়।
পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সের সহযোগীতায় গত বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১১ টা ৩০ মিনিটে চৈত্রকোল ইউপির হাজীপুর গ্রামস্থ জনৈক আবু তাহের, পিতা মৃত তমিজ উদ্দিন, সাং হাজীপুর ।একটি বাশঝারে অভিযান পরিচালনা করে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় নয়ন মিয়া (৩৫), পিতা মহাব্বর আলী, রুবেল মিয়া (২৬), পিতা জয়নাল মিয়া ও লাল মিয়া (৬০), পিতা মৃত খেতাব উদ্দিন, হাজীপুর গ্রামের জুয়ারী গ্রেফতার করেন। এসময় পালিয়ে যায় সেলিম মিয়া (৪০), পিতা মৃত বাদশা মিয়া, আখি মিয়া (৩৫), পিতা মৃত খোরশেদ মিয়া, হাজীপুর গ্রামের বাসিন্দা ।জুয়া খেলার আলামত হিসেবে ০১ (এক) সেট জুয়া খেলার তাস, নগদ ১০৬০ (এক হাজার ষাট) টাকা , পুরাতন বাটন মোবাইল ফোন ২টি জব্দ করেন পুলিশ। এবিষয়ে পীরগঞ্জ থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা হয়। পীরগঞ্জ থানার একদল চৌকোস পুলিশ অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন ওয়ারেন্ট ভুক্ত আসামী এবং নিয়মিত মামলার দুইজন আসামীসহ সর্বমোট ৮ (আট) জন আসামীকে গ্রেফতার করেন ।

Share Button

     এ জাতীয় আরো খবর