মোঃ রাকিব হোসেন,ভোলাঃ
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়ন হইতে ০৪ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
অদ্য ১৯-১১-২০২২ তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ মধ্য ভেদুরিয়া মোল্লা কান্দি রাস্তার মাথা বন্ধ জনৈক ইয়াছিনের চায়ের দোকানের পিছনে হইতে মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪০), সাং-মধ্য ভেদুরিয়া, ০৪নং ওয়ার্ড, থানা ও জেলা- ভোলাকে ০৪ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করেন।আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।