সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:– বগুড়ার সারিয়াকান্দিতে ২০২২-২৩ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়েছে । বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নারচী ইউনিয়নের নারচী গ্রামের উত্তর পাড়ার কৃষক আনোয়ার হোসেন ( ফুল বাবু) এর নিকট ৩৮লাখ টাকা মূল্যের কৃষি যন্ত্র কম্বাইন হারভেষ্টার মেশিন প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান । উক্ত বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম,উপজেলা কৃসি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম প্রমুখ ।