পার্বতীপুর প্রতিনিধি:-
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ১৫ পিচ ইয়াবাসহ আটক হয়েছেন এক ইউপি চেয়ারম্যান । (৪ নভেম্বর) শুক্রবার রাত ৮ টায় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়িন তল্লাশি চালিয়ে তাকে আটক করে। জানা গেছে আব্দুর রাজ্জাক(মিলন) তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক। বিমানবন্দর পুলিশ সূত্রে জানায় , আটক আব্দুর রাজ্জাক ৮,২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেওয়ার সময় তার শরীর তল্লাশী করে শার্টের পকেটে ১৫ টি ইয়াবা পাওয়া যায়। এপিবিএন বিমানবন্দর ইউনিটের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন , আটক ব্যক্তিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।