আমজাদ হোসেন,পার্বতীপুর প্রতিনিধি ;
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি
পরিদর্শন করলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ( অপারেশন )।
শনিবার ( ২২ অক্টোবর ) কয়লা খনির বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও কর্মকর্তা – কর্মচারীদের মতবিনিময় করেন সচিব । জানা গেছে , জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ( অপারেশন ) এস এম জাকির হোসেন পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শনে আসেন । এ সময় কোম্পানির পক্ষ থেকে সচিবকে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল অভ্যর্থনা জানানো হয় ।
কোম্পানির অতিথি ভবনে আসার পর কোল মাইনিং কোম্পানির পক্ষ থেকে বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান । অতিরিক্ত সচিব বিসিএমসিএল – এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং কোম্পানির কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেন ।