January 16, 2025, 4:41 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

টাঙ্গাইল শহরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ

রুহুল আমিন  ঃ- টাঙ্গাইল সদর উপজেলার শহরের পৌর এলাকা কলেজ পাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ অপরাধীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
২২অক্টোবর শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে  সদর থানা পুলিশ এ তথ্য জানায়।
ডাকাতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানা পাড়ার আব্দুল জলিলের ছেলে মো.রফিক(৩৭), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে সম্রাট (৩৪), যুগনী এলাকার খলিলের ছেলে ইউসুফ আলী (২৫), ব্যাপারি পাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান হৃদয় (৩০) ও কালিহাতি উপজেলার রাজাবাড়ি এলাকার লিটন মন্ডলের ছেলে লেলিন (২৬)।
পুলিশ জানায়, ডাকাতরা গতকাল গভীর রাতে টাঙ্গাইল  সদর উপজেলার দক্ষিণ কলেজ পাড়ার মিজানুর রহমানের বাসার পাশে খালি জায়গায় অন্ধকারের মধ্যে পলাতক আরো কয়েকজনকে সাথে নিয়ে ধারালো কয়েকটি চাপাতি, লোহার রডসহ দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
ডাকাত রফিকের নামে ১১টি মামলা, সম্রাটের নামে ৮টি, ইউসুফের ১১টি, আবিদ হাসানের নামে ৭টি ও লেলিনের নামে ২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার এসআাই শুভ্র সাহা বাদি হয়ে  মামলা দায়ের করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর