January 16, 2025, 4:33 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

পার্বতীপুরে মুক্তিযোদ্ধা সেলিমের ওপর দূর্বৃত্তদের হামলা বিচারের দাবীতে সংবাদ সম্মেলন।

পার্বতীপুর প্রতিনিধি;
দিনাজপুরের পার্বতীপুরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিনের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা । এতে সেলিম উদ্দিন , তাঁর স্ত্রী , পুত্র ও নাতীসহ তার পরিবারের চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন । আশঙ্কাজনক অবস্থায় মুক্তিযোদ্ধা সেলিম উদ্দীনকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় । আজ বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সেলিম উদ্দীনের হলদীবাড়ি ডাঙ্গাপাড়া রেলগেটের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পুত্র শিহাব উদ্দিন ( ৪০ ) তার লিখিত বক্তব্যে জানান , গত ১৭ অক্টোবর দুপুর ২ টার দিকে তিনি খবর পান প্রতিবেশী আজিজার রহমানের ছেলে গোলাপ হোসেন লোকজন নিয়ে তাদের বাড়ীর পাশে লাগানো দুটি মেহগুনী গাছ কাটছে । এতে বাধা দিতে গেলে অভিযুক্ত ব্যক্তিরা তার ওপর চড়াও হয় ও তাকে বেদম মারপিট করে । এঘটনায় ওই দিন রাতেই সিহাব উদ্দীন পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন । পরদিন ১৮ অক্টোবর সন্ধ্যায় তার বাবা মুক্তিযোদ্ধা সেলিম উদ্দীন বাড়ির সামনের মকবুলের কাপড়ের দোকানে বসেছিলেন । এসময় গোলাপ হোসেনের নেতৃত্বে জনৈক গোলজার হোসেন , জনাব আলী ও তার অপর দুই ভাই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা সেলিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে । এতে বাধা দিতে গিয়ে সিহাব উদ্দীনের ছেলে হাবিপ্রবি’র অনার্স প্রথম বর্ষের ছাত্র সাকিব হাসান সোহাগও আহত হয় । পরে হামলাকারীরা মুক্তিযোদ্ধা সেলিম উদ্দীনের বাড়ী ও দোকানে হামলা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা লুট করে এবং বাড়িঘর , দোকান উচ্ছেদ করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । হামলার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানাপুলিশ ঘটনাস্থলে এসে আহত মুক্তিে সেলিম উদ্দীন ( ৭০ ) , তার নাতী সাকিব হাসান ( ১৮ ) সহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার পরিদর্শক ( তদন্ত ) মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এ ঘটনায় অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর