-
- অপরাধ, জেলা সংবাদ
- উলিপুরে ইয়াবাসহ ১২ টি মাদক মামলার আসামী নিরাশা আটক
- আপডেট সময় October, 22, 2022, 3:33 pm
- 122 বার পড়া হয়েছে
মোঃ নূরবক্ত মিঞা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১২টি মাদক মামলার কুখ্যাত আসামী নিরাশা হোসেন (৩৩)কে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে উলিপুর পৌর শহরের সরদারপাড়া গ্রামের মৃত রমজান ওরফে চিন্তু মিয়ার পুত্র।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌর শহরের সরদারপাড়া রেল ক্রসিং হতে এমএস স্কুলগামী পাকা রাস্তার ব্রীজের উপর ইয়াবা বিক্রির খবর পায় পুলিশ।পরে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি নিরাশা হোসেনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মাদক কারবারি নিরাশার বিরুদ্ধে পূর্বে কুড়িগ্রামের বিভিন্ন থানায় ১২ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর