এইচ এম অভিঃঃ
জেলা পরিষদ নির্বাচনের দুইদিনের মাথায় ভোটে পরাজিত প্রার্থীরা একট্টা হওয়ার খবর চাউর হয়েছে। একই সাথে অনেক ভোটার একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ার বিষয়টির একটি সুরাহা করতে চাচ্ছেন পরাজিত সদস্য প্রার্থীরা। এক্ষেত্রে একটি তালিকা তৈরী করে তারা ভোটারদের কাছ থেকে টাকা ফেরৎ চাইবেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরই কয়েকজন প্রার্থীকে ফোন দিয়ে ভোটাররা ভোট দিয়েছেন দাবী করলেও প্রার্থীরা ভোটের হিসাবে সাথে মিলাতে পারছেন না। তাই সকল পরাজিত প্রার্থীরা একস্থানে বসে নিশ্চিত করতে চাচ্ছেন কে কাকে ভোট দিয়েছেন! আর এর জন্য আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় পৌর শহরের একটি অভিজাত হলরুমে সভা আহবান করেছেন বলে নিশ্চিত করেছেন একাধিক প্রার্থী। সভায় প্রার্থীরা ভোটারদের টাকা দেওয়ার তালিকা মিলেয়ে নিজেদের মধ্যে সমন্বয় করবেন। সভা সফল হলে একাধিক জনের কাছ থেকে টাকা নেয়ার পর একজন প্রার্থীকে ভোট দেওয়ার বিষটি পরিষ্কার হবে তাতে ভোটারদের উপর খড়গ নেমে আসবে বলে অনুমান করা যাচ্ছে।