-
- অপরাধ, জেলা সংবাদ
- ঠাকুরগাঁও গড়েয়ায় একরাতে দুই দোকানে চুরি
- আপডেট সময় October, 12, 2022, 6:47 pm
- 119 বার পড়া হয়েছে
মোঃ আলমগীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নে চকহলদী ফোটানির মোড় বাজারে একটি ফার্মেসীর দরজার টিন কেটে কাচামাল ব্যবসায়ী খাইরুল হোসেন ও মুদি-মনিহারী সবুজের দোকানের মাচার কাট খুলে ভিতরে ঢুকে ডিজিটাল স্কেল, সিগারেটসহ কিছু টাকা পয়সা নিয়ে গেছে চোরেরা।
১২ অক্টোবর (বুধবার ) আনুমানিক মধ্যে রাতে চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে ওই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা স্থানীয় দোকানদারসহ চুরি হওয়া দোকান মালিকের। তবে চুরি হওয়া টাকার পরিমাণ খবর লেখা আগ পর্যন্ত জানাননি দোকানদার সবুজ ।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বিষ্টি হচ্ছিলো তাই বাজারে লোকজন ছিলো না।
তিনি আরো জানান দোকানের বেচা-বিক্রি সেরে রাত দশটার দিকে বাসায় যান। পরদিন বুধবার ভোরে আমাকে এলাকার লোকজন জানান যে আমার দোকানের চুরি হয়েছে। পরে আমি দোকানের ভিতরে ডুকে কিছু মালসামাল এলোমেলো দেখে দোকানে চুরির বিষয় বুঝতে পারি। তিনি আরো জানান, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাপ হোসেনের সাথে কথা বললে তিনি জানান বিষয়টা দুঃখজনক।
এ জাতীয় আরো খবর