জেলা প্রতিনিধি নীলফামারী
আজ ১১ অক্টোবর, ২০২২ খ্রিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলা অবস্থিত শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ০৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। উদ্বোধন পরবর্তী ডোমার উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম মহোদয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী জেলার সহকারী পরিচালক জনাব মোঃ সামছুল হকের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।এ সময় ডোমার কাঁচাবাজার সহ বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। নির্দ্ধারিত মূল্যের অধিক মূল্য প্রদর্শন করার অপরাধে মেসার্স বাদল স্টোরের মালিক ও মুরগী ব্যবসায়ী মাহাবুবকে ৫,০০০+৫০০=৫,৫০০/- টাকা জরিমানা করে তা আদায় করে সতর্ক করা হয়।
প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন মোঃ আল আমিন রহমান, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডোমার, নীলফামারী।অভিযানে সহযোগিতা করেন ডোমার থানার এস. আই জনাব আকমল হোসেন,পুলিশ কনস্টেবল শনিরাম ও জাহেরুল।