জয়পুরহাটে ৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার কে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাত ৮ টায় জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল।
গ্রেফতারের সময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহে ব্যবহৃত কম্পিউটার মনিটর- ০৫ টি, কম্পিউটার সিপিইউ- ০৪ টি, ল্যাপটপ-০১টি, হার্ড ডিস্ক-০৮ টি, কী-বোর্ড-০৪ টি, মাউস- ০৬ টি, বিভিন্ন ক্যাবল- ০৬ সেট, মোবাইল-০৭টি, সীম কার্ড-১৩টি, মেমোরী কার্ড-০৭টি এবং পেন ড্রাইভ-৩৭টি সহ তাদের হাতেনাতে গ্রেফতার করে বলে জানায় র্যাব ।
গ্রেফতার কৃত পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিরা হলেন, রুনিহালী গ্রামের মোঃ লোকমান হোসেন এর ছেলে মোঃ জাকারিয়া হোসেন @ জাকির (৩০), বাশখুর গ্রামের শাহ আলম এর ছেলে মোঃ জামিল হোসেন (২৫), বাশখুর গ্রামের মোঃ বছির উদ্দিন এর ছেলে মোঃ আব্দুল কাদের (২৬),
রুনিহালী গ্রামের শ্রী কার্তিক এর ছেলে
শ্রী স্বপন কুমার (৩০), ঢাকার পাড়া গ্রামের শাহারুল ইসলাম এর ছেলে মোঃ শাকিল চৌধুরী (২৪) এবং
ঢাকার পাড়া গ্রামের মোফাজ্জল হোসেন এর ছেলে মোঃ রাজু হোসেন (২৪) সকলেই জয়পুরহাট পাঁচবিবি উপজেলার।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা রয়েছে।