January 15, 2025, 11:10 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাকছুদ আলম, বগুড়া জেলা প্রতিনিধি :-
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ০৪ (চার) কেজি গাঁজা এবং ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং-০৪/১০/২০২২ তারিখ ১৬.০০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ী তিন রাস্তার মোড়ে সাইদুল এর লন্ডির সামনে পাকা রাস্তার উপর হইতে ০৪ (চার) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ মশিউর রহমান খোকন (৪৩), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-চমরগাছা ছয়ঘড়িয়া, থানা-সোনাতলা, জেলা-বগুড়া এ/পি সেউজগাড়ী নূর নাহার এর বাড়ি, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করেন।
এছাড়া বগুড়া ডিবির অপর একটি টিম ইং-০৪/১০/২০২২ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ বগুড়া রেলওয়ে ষ্টেশননের সামনে সাতমাথা টু তিনমাথা গামী রোডের পাকা রাস্তার পার্শ্বে হইতে ১২০০ (এক হাজার দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী ২। মোঃ আরিফুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-মোছাঃ রাজেনা বেগম, সাং-ফুলবাড়ী মধ্যপাড়া, থানা ও জেলা বগুড়া, ৩। মোঃ আল আমিন (৪২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-আল্পনা ইসলাম, সাং- হিজলা বেগুনবাড়ী, ডাকঃ আমিন বাজার, থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, আসামী মোঃ মোঃ মশিউর রহমান খোকন এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি মামলা রহিয়াছে এবং ধৃত আসামী মোঃ আরিফুল ইসলাম এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৫ টি মামলা রহিয়া
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Share Button

     এ জাতীয় আরো খবর