-
- জেলা সংবাদ
- রংপুরের পীরগঞ্জে খালাস পীর নামক স্থানে মোটরসাইকেল শোরুমে অগ্নিকান্ড।
- আপডেট সময় October, 5, 2022, 6:40 pm
- 114 বার পড়া হয়েছে
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ খালাশপীর বন্দরের মুনিবা প্লাজা মার্কেট’র মৃত্যু নুরুজ্জামান ছেলে মো: নওশাদ মটরস শোরুমে অদ্য ভোর ৫ ঘটিকার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং শোরুমে থাকা ১৩ টি মটরসাইকেল পুড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় সুরুম মালিক নওশাদ জানান। এশার নামাজ পড়ে দোকানে তালা লাগিয়ে সে বাসায় গিয়ে ঘুমায় গেছে ,ক্ষতিরপরিমান১০ থেকে ১১ লক্ষ টাকা ।
স্থানীয় লোকজন মারফত জানাযায় অদ্য ভোরে ফজরের নামাজ পড়তে আসা লোকজন উক্ত ঘরের ভিতর হইতে ধোয়া বের হতে দেখতে পেয়ে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ঘর মালিক হাবিব মিয়া ফায়ার সার্ভিসকে ফোন দিলে
ফায়ার সার্ভিস এসে দেখতে আগুন নিভিয়ে গেছে । তবে আগুনের সুত্রপাত সম্পর্কে বলতে পারছেন না ফায়ারসার্ভিস। পরে তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন ।
এ জাতীয় আরো খবর